ঢাকা: আজকাল চাকরি যেন সোনার হরিণ। যথেষ্ট যোগ্যতা থাকার পরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে ব্যর্থ বেকার জীবন কাটান অনেকে।
অবিশ্বাস্য হলেও সত্যি এমন ফ্যাসাদেই পড়েছেন ব্রিটেনের মার্ক শাওয়ালবি। ২শ’রও বেশি আবেদন করে ব্যর্থ হয়েছেন তিনি। পদের চাহিদার তুলনায় যোগ্যতা অনেক বেশি এই বলে সব সময় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল মার্কের এ ঘটনা নিয়ে প্রতিবেদন ছেপেছে। মার্কের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি জানিয়েছে, সব প্রতিষ্ঠানই মার্ককে বলেছে তার জীবন বৃত্তান্তে যতো যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে তাতে এত ছোট চাকরি তার উপযুক্ত নয়।
দক্ষিণ ইয়র্কশায়ারবাসী শাওয়ালবি জানান, চাকরিদাতারা বলে, তার জীবনবৃত্তান্ত অত্যন্ত সমৃদ্ধ, তার যোগ্যতা প্রয়োজনের চেয়ে অনেক বেশি তাই তাকে এমন তুচ্ছ চাকরি দেওয়া যায় না।
ম্যাকডোনাল্ড, প্রিমার্ক, উইলকিনসন এবং মরিসনের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেও ব্যর্থ হয়েছেন মার্ক। কারণ ওই একটাই, বেশি যোগ্যতাই তার অযোগ্যতা।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর