ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পাঁচ জন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববারের এ দুর্ঘটনার শিকার জীবিতদের দ্রুত পার্শ্ববর্তী বরোদিয়াঙ্কা শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউক্রেনের জরুরি সহায়তা সংস্থা জানিয়েছে, প্রবল বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার কারণে বিমানটি স্বাভাবিক অবতরণে ব্যর্থ হয়।
এ দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর