ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিলারি ওবামার মাথার দাম মুরগি আর উট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জুন ১০, ২০১২
হিলারি ওবামার মাথার দাম মুরগি আর উট!

ঢাকা: আল কায়েদা ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপের নেতাদের মাথার দাম লাখ ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমালিয়ার জঙ্গি গ্রুপ শাবাব আল মুজাহিদিন যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে মস্করা করে উল্টো প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মাথার দাম ঘোষণা করেছে মুরগি আর উট।



শাবাব আল মুজাহিদিনের নেতা ফুয়াদ মুহাম্মদ খালাফ গত শুক্রবার জুমার নামাজের পর ঘোষণা দেন, ‘যে কেউ গর্দভ ওবামার গোপন আস্তানার খবর দিতে পারবে তাকে ১০টি উট পুরস্কার দেওয়া হবে। আর বুড়ি হিলারি ক্লিনটনের গোপন আস্তানার খবর দিতে পারলে পুরস্কার পাবে ১০টি মুরগি ও ১০টি মোরগ। ’

আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপগুলোকে পর্যবেক্ষণকারী গোয়েন্দা সংগঠন এসআইটিই তাদের ওয়েবসাইটে এসব কথা জানিয়েছে।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর খালাফ ও তার তিন সহযোগীর আত্মগোপন স্থলের তথ্যের বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। একই সঙ্গে শাবাবের প্রতিষ্ঠাতা কমান্ডার আহমেদ আবদি মোহাম্মদের ব্যাপারে তথ্য দিতে পারলে ৭০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আল শাবাদের আরো দুই নেতার অবস্থানের ব্যাপারে তথ্যদাতাকে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আল শাবাদ গ্রুপ আল কায়েদার সঙ্গে যোগ দিয়েছে। এ গ্রুপটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত করে ২০০৮ সালে।

ইসলামপন্থি সশস্ত্র গ্রুপ আল শাবাব সোমালিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে। তবে মাঝে মধ্যে তাদের দক্ষিণে কেনিয়া, মধ্যাঞ্চলে ইথিওপিয়া এবং রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের সেনাদের মোকাবিলা করতে হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।