ঢাকা: আত্মার শুদ্ধি আর জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধ করতে তিন নারীকে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করেছে তিন ব্রাজিলীয়। আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এমন লোমহর্ষক তথ্যই দিয়েছে তারা।
পুলিশ জানায়, ইসাবেল পিরেস ও তার স্বামী জর্জ দা সিলভারিয়া এবং আরেক নারী ব্রুনা দা সিলভা তিন জন নারীকে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে। তাদের অন্ধ বর্বর ধর্মীয় বিশ্বাসের বলি হয়েছেন ১৭ থেকে ৩১ বয়সী তিন নারী।
ব্রাজিলের উত্তরা-পূর্বাঞ্চলীয় প্রদেশ পারনামবুকোতে এ তিন ব্যক্তির বসবাস। স্থানীয় পুলিশের মুখপাত্র পাওলো বেরেঙ্গার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা হত্যা ও মাংস ভক্ষণের কথা স্বীকার করেছেন। এমন আরো চারটি হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত কি না সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এই তিন জনকে গত এপ্রিলে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ সিলভারিয়ার লেখা ‘রেভেলেশনস অব এ সিজোফ্রেনিক’ শিরোনামের একটি পাণ্ডুলিপি খুঁজে পায়। এতে নরমাংস ভক্ষণের হাতে আঁকা চিত্র ও ব্যাখ্যা লিপিবদ্ধ ছিল।
পুলিশের মুখপাত্র পাওলো বেরেঙ্গার আরো জানান, হত্যাকারীরা স্থানীয় ‘এল কার্তেল’ নামে এক ধর্মীয় আচারে বিশ্বাসী। জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতেই তারা নারীদের হত্যা করে থাকে। এছাড়া রীতি অনুসারে হত্যার জন্য তারা ‘অশুচি’ মানুষকে বেছে নেয়। তবে হত্যা করার আগে নির্বাচিত ব্যক্তিকে অবশ্যই শুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর