ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ধর্মঘটী পাইলটদের বরখাস্ত করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, জুন ১০, ২০১২
ভারতে ধর্মঘটী পাইলটদের বরখাস্ত করার সিদ্ধান্ত

ঢাকা: কোনোভাবেই সমঝোতা না হওয়ায় গত এক মাস ধরে ধর্মঘটকারী ভারতের রাষ্ট্রীয় বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়ার পাইলটদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে।



সূত্র জানিয়েছে, ধর্মঘটী তিনশ’রও বেশি পাইলটকে চলতি সপ্তাহেই বরখাস্তের আদেশ পাঠিয়ে দেওয়া হবে।

এ সপ্তাহের প্রথম দিকে ভারতের বেসামরিক বিমানমন্ত্রী অজিত সিং বলেন, পাইলট এবং প্রকৌশলীরা কাজে ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে ধর্মঘট প্রত্যাহার বা ফিরে আসার ব্যাপারে কোনো পূর্বশর্ত চলবে না।

মন্ত্রী বলেন, পাইলটরা ফিরতে চাইলে পুনরায় আবেদন করতে হবে। আর এয়ারলাইন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বাইরে থেকে পাইলট ভাড়া করার পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

দীর্ঘ দিন ধরে পাইলটদের একাংশের ধর্মঘটের কারণে ভারতের জাতীয় এ বিমান কোম্পানিটি আন্তর্জাতিক ফ্লাইটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার তাদের আন্তর্জাতিক রুটে ধর্মঘটের ৩৪ দিন পূর্ণ হল।

ইন্ডিয়ান এয়ারলাইন্সের অনুকরণে পাইলটদের বোয়িং-৭৮৭ বিমানের জন্য প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত, নতুন বেতন ভাতা এবং পদোন্নতির নীতি পরিবর্তনের দাবিতে ধর্মঘট করছে এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশ।

এয়ারলাইনটি বর্তমানে ধর্মঘটের কারণে সক্ষমতার মাত্র ৭৫ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। বেসামরিক বিমান মন্ত্রী অজিত সিং জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া প্রতিদিন ১০ থেকে ১৫ কোটি রুপি লোকসান দিচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।