ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারে জাতিগত দাঙ্গা: রাখাইন প্রদেশে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুন ১০, ২০১২
মিয়ানমারে জাতিগত দাঙ্গা: রাখাইন প্রদেশে কারফিউ জারি

ঢাকা: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে কারফিউ জারি করেছে সরকার। সম্প্রতি মুসলিম-বৌদ্ধ সংঘর্ষে উভয়পক্ষে হতাহতের ঘটনার জেরে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় রোববার কারফিউ জারি করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।



রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার প্রেসিডেন্ট থেইন সিন গত কয়েক দিনের সংঘাতের ব্যাপারে জাতির প্রতি ভাষণ দিয়েছেন।

গত সপ্তাহে বৌদ্ধ প্রহরীদের হামলায় ১০ জন মুসলিম নিহত হওয়ার পর গত শুক্রবার এবং শনিবার একটি বৌদ্ধ গ্রাম জ্বালিয়ে দেয় রোহিঙ্গারা। অবশ্য নিহত মুসলিমদের মধ্যে কোনো রোহিঙ্গা ছিল না।

এদিকে রাখাইন প্রদেশ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা নিয়ে বাংলাদেশ সরকারও উদ্বিগ্ন।

উল্লেখ্য, মিয়ানমারের বার্মা নৃগোষ্ঠীর লোকেরা রোহিঙ্গা মুসলিমদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায় না। তারা এদের বাঙালি বলে মনে করে। এমনকি অনেক রোহিঙ্গা বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অথচ এ ব্যাপারে মিয়ানমার সরকার কোনো পদেক্ষপ নিচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।