ঢাকা: নাইজেরিয়ার দু’টি শহরে পৃথক দুই বোমা হামলায় এ পর্যন্ত সাত জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রোববার ঐ দুই শহরের স্থানীয় চার্চে বোমা হামলার ফলে এসব লোকের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।
বোকো হারাম নামের ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জানা যায়, নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় জোস শহরের একটি চার্চ প্রাঙ্গনে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়। এ ঘটনার রেশ ধরে শুরু হওয়া বিক্ষোভে পরবর্তীতে নিহত হয় ৬ জন।
জোস শহরে হামলাকারী চার্চে ভেতরে ঢুকে বোমা হামলার চেষ্টা করেছিল বলে জানা যায়।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের বিউ শহরের একটি চার্চে অপর এক হামলায় একজনের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিউ শহরে ৩ জন হামলাকারী এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে করতে চার্চের ভেতরে ঢুকে পড়ে। এসময় চার্চে বহু লোক প্রার্থনারত ছিল।
জোস ও বিউ উভয় শহরে হামলার দায় স্বীকার করে বোকো হারামের মুখপাত্র আবুল কাদা ফোনে সংবাদ মাধ্যমগুলোকে বলেছে, ‘নাইজেরীয় নিরাপত্তা বাহিনীর ধারণা সেনা আক্রমণে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। তাদের সেই ধারণা ভুল প্রমাণ করার জন্যই আমরা এই বোমা হামলা চালিয়েছি। ’
বোকো হারামের সাথে আফ্রিকার আল কায়েদা শাখার যোগাযোগ রয়েছে বলে জানা যায়। নাইজেরিয়ার এই ইসলামপন্থী সশস্ত্র গ্রুপটি প্রায়ই সেখানকার নিরাপত্তা বাহিনী ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর