ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় ২ দিনের সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জুন ১১, ২০১২
লিবিয়ায় ২ দিনের সংঘর্ষে নিহত ১৬

ঢাকা: লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় কুফরা শহরে সরকারি বাহিনী এবং উপজাতিদের মধ্যকার দু’দিন ব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

গত শনিবার সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা যায়।

সরকারি মুখপাত্র জানায়, কুফরায় বসবাসরত তোউবোউ উপজাতির সদস্যরা একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় এবং নিকটস্থ নিরাপত্তা ভবনে ঢুকে সরকারি যানবাহনসহ অন্যান্য মালামাল চুরির চেষ্টা চালায়। এ ঘটনার সূত্র ধরেই সংঘর্ষের সূত্রপাত।

অপরদিকে উপজাতিদের দাবি, সরকারি বাহিনীর দেরা ব্রিগেডই আক্রমণ চালিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে।

জানা যায়, তোউবোউ এবং জিউই নৃগোষ্ঠীর মধ্যকার সংঘর্ষের পর গত ফেব্রুয়ারিতে তোউবোউ উপজাতি গোষ্ঠীকে কুফরা শহরে স্থানান্তরিত করা হয়।

প্রসঙ্গত, গত বছর মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকেই বর্তমান সরকার দেশটির নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও এ ধরনের সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে।

ইতিমধ্যেই ৭ জুলাইয়ের নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে লিবিয়ার সরকার। তবে নির্বাচনের পরবর্তী তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।