ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নেপোলিয়নের চিঠি বিক্রি হল ৪ লাখ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জুন ১১, ২০১২
নেপোলিয়নের চিঠি বিক্রি হল ৪ লাখ ডলারে

ঢাকা: নেপোলিয়নের ইংরেজি ভাষায় লেখা একটি চিঠি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। দক্ষিণ আটলান্টিকের সেইন্ট হেলোনা দ্বীপে নির্বাসিত জীবন যাপনকালে ১৮১৬ সালে এ চিঠিটি লেখেন নেপোলিয়ন বোনাপার্ট।



ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ওসেনাতে  অনুষ্ঠিত নিলামে তীব্র দরপ্রতিযোগিতার মধ্য দিয়ে চিঠিটি কিনে নেয় প্যারিসের ফ্রেঞ্চ মিউজিয়াম অব লেটারস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট। প্রত্যাশার চেয়ে ৫ গুণ বেশি দামে চিঠিটি বিক্রি হয়েছে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান।

জানা যায়, ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর বিজিত দল কর্তৃক সেইন্ট হেলেনায় নির্বাসিত হন নেপোলিয়ন। নির্বাসনে থাকার সময় নেপোলিয়ন ইংরেজি শেখার চেষ্টা করছিলেন। সেই চেষ্টার সূত্র ধরেই ইংরেজিতে এই চিঠিটি লিখেছিলেন তিনি।

নেপোলিয়নের ইংরেজিতে লেখা মাত্র তিনটি চিঠি সম্পর্কে খোঁজ-খবর পাওয়া যায়। সেই তিনটি চিঠির একটিই হচ্ছে ৪ লাখ ডলারে বিক্রি হওয়া এই চিঠি।

এক পৃষ্ঠার এই চিঠিটি ১৮১৬ সালের ৯ মার্চে ইংরেজি ভাষার শিক্ষক ইমানুয়েলের উদ্দেশ্যে লিখেছিলেন নেপোলিয়ন। সদ্য ইংরেজি শিখেছিলেন বলে চিঠিতে ব্যাকরণগত ভুলসহ অন্যান্য ভুল ছিল চোখে পড়ার মত।
চিঠির শেষে নির্দেশিত সময় থেকে ধারণা করা হয় সে সময় অনিদ্রা রোগে ভুগছিলেন নেপোলিয়ন। সেই সময়ে ইউরোপ থেকে সেইন্ট হেলেনায় আগত সংবাদ বহনকারী একটি জাহাজের বিষয়ে এ চিঠিটি লিখেছিলেন তিনি।
সেইন্ট হেলেনায় নির্বাসিত জীবন যাপন করতে করতেই ১৮২১ সালে ৫১ বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।