ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথম দফা নির্বাচনে এগিয়ে আছে ফ্রান্সের বামপন্থী দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুন ১১, ২০১২
প্রথম দফা নির্বাচনে এগিয়ে আছে ফ্রান্সের বামপন্থী দলগুলো

ঢাকা: ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে সমাজতান্ত্রিক দল ও তার মিত্র রাজনৈতিক দলগুলো। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।



গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার এই নির্বাচনে বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজতান্ত্রিক দল, গ্রীন পার্টিসহ অন্যান্য মিত্র দলগুলো ৪৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

অপরদিকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ডানপন্থী ইউএমপি পার্টি পেয়েছে ৩৪ শতাংশ ভোট।

প্রথম দফার নির্বাচনী ফলাফল থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী রোববার অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হবে বামপন্থী দলগুলো।

ওলাঁদের নেতৃত্বাধীন জোট চূড়ান্ত নির্বাচনে ২৮৩ থেকে ৩২৯টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ফরাসী পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৫ শ ৭৭টি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৮৯টি আসন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচনে ৪২ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ফ্রন্ট। দলটি ইউরোজোন থেকে বেরিয়ে আসার পক্ষপাতী।

গত রোববারে প্রথম দফা নির্বাচনে সাড়ে ৬ হাজারের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ফরাসী সংবিধান অনুসারে প্রথম দফায় কোন দলই যদি ৫০ শতাংশ ভোট না পায় সেক্ষেত্রে ১২ দশমিক ৫ ভোট অর্জনকারী দলগুলো চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে পারবে।

প্রেসিডেন্ট ওলাঁদ তার শাসনকালে ফ্রান্সের অর্থনীতিতে কতটুকু সংস্কারমুখী পরিবর্তন আনতে পারবেন সেটা আগামী নির্বাচনের ফলাফলের উপর অনেকখানি নির্ভরশীল বলে মনে করছেন বিশ্লেষকগণ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।