ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোমবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
প্রাদেশিক রাজধানী কোয়েটার ৪০ কিলোমিটার দক্ষিণে মাস্তুং শহরের দ্রিংগার নামক স্থানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বোমা হামলার শিকার বাসটি পুণ্যার্থীদের বহন করছিল। বাসটি ইরানের একটি শিয়া পুণ্যভূমির উদ্দেশে যাত্রা করেছিল। পথে মোটরবাইকটি অতিক্রমকালে বাসটি বোমা বিস্ফোরণের শিকার হয়।
দেশটির উর্ধ্বতন সরকারি কর্মকর্তা নাসিবুল্লাহ বাজাই জানান, ‘কোয়েটা-ইরানের সংযোগ সড়কের পাশে পার্ক করা একটি মোটরসাইকেলের সাথে সংযুক্ত বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। ’
মাস্তুংয়ের প্রশাসনিক প্রধান শাহ ইরফান বিস্ফোরণজনিত হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় বলে জানান ইরফান।
পুণ্যার্থীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন নাসিবুল্লাহ।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে রোববার শিয়া পুণ্যার্থীদের উপর দু’দফা মর্টার হামলায় কমপক্ষে আটজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাধিমিয়া জেলার কুরাইশ স্কয়ারে জড়ো হওয়া শিয়া পুণ্যার্থীদের উপর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শিয়া ইমাম মুসা আল-খাদিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এই পুণ্যার্থীরা কুরাইশ স্কয়ারে জড়ো হয় বলে জানা যায়।
এদিকে ইমাম খাদিম মাজারে আবারো হামলার আশঙ্কা প্রকাশ করে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, ‘ঘটনার পর পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ’
সেখানে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। চলাচলকারী প্রতিটি যানবাহন এমনকি জরুরী কাজে ব্যবহৃত গাড়ি ও অ্যাম্বুলেন্সের উপরও তীক্ষ্ম নজরদারি বজায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর