ঢাকা: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাঘলান প্রদেশে সোমবার অল্প সময়ের ব্যবধানে সংঘটিত দু’টি ভূমিকম্পে কমপক্ষে ২০টি বাড়িঘর ধসে পড়েছে। বিধ্বস্ত বাড়িগুলোর বেশ ক’জন বাসিন্দা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
ভূমিকম্পের ফলে হিন্দুকুশ পর্বতশ্রেণীর অংশ বিশেষ উপত্যকায় ধসে পড়লে এসব বাড়িঘর বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তাৎক্ষণিক খবরে জানা যায়, ৫ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিটের মাথায় প্রায় একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
বাঘলানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এখানে বসতবাড়িগুলো সব মাটির তৈরি। এ কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশটির কাউন্সিল সদস্য হাজি মোহাম্মদ ওয়াকিল জানান, দুর্ঘটনা কবলিত প্রত্যন্ত সায়া জারা গ্রামে উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই রওনা হয়ে গেছে। তবে সেখানে পৌঁছতে তাদের বেশ খানিকটা সময় লাগবে।
পার্বত্য পাথর আর মাটির আঘাতে হয়তো অনেকে জীবন্ত সমাহিত হয়েছেন এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ঘটনাস্থল থেকে প্রায় ১শ’ ৭০ কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর