ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজার্সিতে নবনির্বাচিত বাংলাদেশি কাউন্সিলম্যানকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, জুন ১২, ২০১২

সাবেদ সাথী, নিউইংল্যান্ড থেকে : নিউজার্সির নবনির্বাচিত বাংলাদেশি কাউন্সিলম্যান আখতারুজ্জামাম ফয়সলকে সংবর্ধনা জানিয়েছেন পেটারসনের প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার পেটারসন সিটির সেন্ট মেরি চার্চে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষ্যে বাঙালিদের মিলন মেলা বসে। এতে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

এ সংবর্ধণা ও মিলন মেলায় উপস্থিত ছিলেন- নিউজার্সি স্টেট সিনেটর নেলি পাও, এসেম্বেলিউমেন শাভোন্ডা সুমটার, এসেম্বেলিম্যান বেঞ্জী উইম্বের্লী, প্রোসপেক্ট পার্ক সিটি মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ,কাউন্সিল প্রেসিডেন্ট এন্থোনী ডেভিস, প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জন কোরী ও ওয়েস্ট নিউইয়র্কের সিটি মেয়র ডক্টর ফেলেক্স রোক প্রমুখ।

অনুষ্ঠানে পেটারসনের প্রবাসী বাংলাদেশিরা মধ্যাহ্নভোজের আয়োজন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রান্না-বান্না আর ভুরিভোজ। সংবর্ধণা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় শিল্পীসহ কানেকটিকাট থেকে আগত অতিথি শিল্পী কৌশলী ইমা ও শিশু শিল্পী সুমাইয়াহ সুখ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে তবলায় ও গীটারে সহযোগিতা করেন গোকুল ও নাইস। শব্দযন্ত্র পরিচালনা করেন মোহাম্মদ সাইদ।

এ সময় আখতারুজ্জামাম ফয়সল বলেন, ‘পেটারসনের প্রবাসী বাংলাদেশিরা আমাকে যে সম্মান দেখিয়েছেন তা আমেরিকার ইতিহাসে লেখা থাকবে। প্রবাসী বাংলাদেশিদের দেয়া এই সম্মানে আমি সত্যিই আনন্দিত ও চিরকৃতজ্ঞ। ’

উল্লেখ্য, সম্প্রতি নিউজার্সির পেটারসন সিটি নির্বাচনে কাউন্সিলম্যান হিসেবে বিপুলভোটে জয়লাভ করেন বাংলাদেশি প্রকৌশলী আখতারুজ্জামাম ফয়সল।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: এমইউএম/শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।