ঢাকা: সিরিয়ার হোমস প্রদেশে সোমবার বিদ্র্রোহীদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। হেলিকপ্টার থেকে সরকারি বাহিনীর গোলা বর্ষণের ফলে সেখানে বহু নারী ও শিশু আটকা পড়েছে বলে জাতিসংঘ পর্যবেক্ষক সূত্রে জানা গেছে।
হামলা পরবর্তী ব্যাপক হতাহতের আশঙ্কা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার জরুরী ভিত্তিতে অস্থির ঐ এলাকায় বাধাহীনভাবে প্রবেশাধিকার চেয়েছে জাতিসংঘ পর্যবেক্ষকগণ।
এর মধ্য দিয়ে এই প্রথমবারের মত সিরিয়ার সরকারি বাহিনীর হামলা তৎপরতা ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে জাতিসংঘ।
তাদের এক মুখপাত্র জানায়, সিরীয় বাহিনী রাস্তান, তালবিশেহ ও হোমসের উত্তরাঞ্চলে মর্টার ও ভারী গোলা বর্ষণের পাশাপাশি হেলিকপ্টার থেকেও এলোপাতাড়ি গুলি চালায়।
প্রসঙ্গত, জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের ৬ দফা শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও সিরয়ায় সরকার ও বিদ্রোহীদের মাঝে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। ফলে আনানের শান্তি পরিকল্পনা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর