ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারে দাঙ্গার ঘটনায় হিলারির গভীর উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, জুন ১২, ২০১২

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে দাঙ্গার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মিয়ানমারের গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের জন্য হুমকি বলে মনে করেন তিনি।



সোমবার এক বিবৃতিতে হিলারি একথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে যে ঘটনা ঘটেছে তাতে আদিবাসী ও ধর্মীয় সংগঠনগুলোর একে অন্যের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। তা না হলে মিয়ানমারে যে সংস্কার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। ’

তিনি বলেন, ‘আমরা আশা করি মিয়ানমারের জনগণ শান্তি, প্রগতি ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জন্য এক সঙ্গে কাজ করবে যেখানে সব মানুষের অধিকার সম্মুন্নত থাকবে। ’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কিছুদিন আগে মিয়ানমারের ওপর বলবৎ থাকা অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং দেশটির গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগের প্রতি স্বাগত জানায়। ’


বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১২, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।