ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন মিয়ানমারে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে চলমান দাঙ্গার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিকে মিয়ানমারের গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে হিলারি বলেন, ‘‘রাখাইন রাজ্যে যে ঘটনা ঘটেছে তাতে আদিবাসী ও ধর্মীয় সম্প্রদায়গুলোর উচিত একে অন্যের প্রতি সম্মান দেখানো। তা না হলে মিয়ানমারে যে সংস্কার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। ’’
তিনি বলেন, ‘‘আমরা আশা করি মিয়ানমারের জনগণ শান্তি, প্রগতি ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জন্য এক সঙ্গে কাজ করবে যেখানে সব মানুষের অধিকার সম্মুন্নত থাকবে। ’’
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কিছুদিন আগে মিয়ানমারের ওপর বলবৎ থাকা অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং দেশটির গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগের প্রতি স্বাগত জানায়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১২, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com