সিডনি: নোবেল ও পুলিৎজার পুরস্কার বিজয়ী শীর্ষ লেখকরা চীনের লিউ জিয়াওবো’র মুক্তির আহ্বান জানিয়েছেন।
কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক কেন্দ্র (পেন) সোমবার হংকংয়ে এক বিবৃতিতে চীন সরকারের কাছে এ আবেদন জানিয়েছে।
ভিন্নমতাবলম্বী লেখক ও শিক্ষাবিদ জিয়াওবো (৫৪) গত বছরের ডিসেম্বর থেকে চীনের কারাগারে আটক রয়েছেন। তিনি ‘চার্টার ০৮’ নামে রাজনৈতিক সংস্কারের একটি সরকারবিরোধী মেনিফেস্টো রচনা করেন। এতে চীনের তিনশ বুদ্ধিজীবী, লেখক ও শিক্ষাবিদ স্বাক্ষর করেন। নাশকতামূলক তৎপরতার অভিযোগে তাকে ১১ বছর কারাদণ্ড দেওয়া হয়।
গত শুক্রবার লিউ জিয়াওবো নোবেল পুরস্কার লাভ করেন। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন ইউরোপীয় সরকার ও মানবাধিকার গোষ্ঠী তার মুক্তি দিতে চীন সরকারকে আহ্বান জানায়।
লিউ জিয়াওবো পেনের চীন শাখার সাবেক প্রেসিডেন্ট। এটি একটি সিডনিভিত্তিক সংগঠন। ‘পেন’-এর প্রেসিডেন্ট বোনি ক্যাসিডিসহ আঞ্চলিক নেতৃবৃন্দ লিউয়ের নোবেল প্রাপ্তিকে স্বাগত জানায়। জিয়াওবো’কে পুরস্কার দেওয়ায় নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে চীন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০