ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জুন ১২, ২০১২
তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন শ্যাভেজ

ঢাকা: তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। চলতি বছরের অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।



নির্বাচনে অংশ গ্রহণের জন্য মঙ্গলবার প্রয়োজনীয় আনুষ্ঠিকতা শেষে শ্যাভেজ নির্বাচনী কার্যালয়ের বাইরে জড়ো হওয়া হাজারো সমর্থকের সাথে যোগ দেন।

সুস্থ হওয়ার পর এই প্রথম শ্যাভেজ কোন জনসমাবেশে যোগ দিলেন। উল্লেখ্য, ক্যান্সারজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন জনসমক্ষে আসেননি শ্যাভেজ।

রাজধানী কারাকাসের এই জনসমাবেশে অত্যন্ত প্রফুল্ল আচরণ করেন তিনি। এ সময় জনতার সামনে নেচে-গেয়ে আনন্দ প্রকশ করেন প্রেসিডেন্ট।

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা আমার জন্য কঠিন একটা বছর ছিল। সুস্থ জীবন ফিরে পাওয়ায় আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ’

নির্বাচনী যুদ্ধে জেতার প্রতিজ্ঞা করে শ্যাভেজ বলেন, কিউবায় চিকিৎসা গ্রহণের সময় যারা আমার মৃত্যুর খবর প্রচার করেছে তাদের সাথে আমরা এক মনস্তাত্ত্বিক যুদ্ধে অবতীর্ণ হয়েছি। ’

শনিবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন , আগামী ৬ বছর প্রেসিডেন্ট পদে থাকার মত শারীরিক  সুস্থতা শ্যাভেজের রয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের সবচেয়ে জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন হেনরিক ক্যাপ্রিলস। গত রোববার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।