ঢাকা: আফগানিস্তানে সোমবারের দু’দফা ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে কর্তৃপক্ষ শতাধিক লোকের প্রাণহানির আশঙ্কা করেছিলো।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগলান প্রদেশে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্পে হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি গ্রাম সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
প্রদেশটির গভর্নর মুন্সি মাজিদ জানান, ধসে পড়া মাটি ও পাথরের নিচে গ্রামের ২৩টি বাড়িঘর পুরোপুরি চাপা পড়েছে। ভূমিকম্পের সময় বাড়িতে অবস্থানরত কাউকেই জীবিত খুঁজে পাওয়া যাবে না এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
পুরো গ্রামে একটি মাত্র বাড়ি এখনো দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন গ্রামটিতে এখন শুধুই নীরবতা বিরাজ করছে।
উদ্ধারকারী দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত মাত্র দু’টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী দলের সাহায্যার্থে জাতিংসঘও এগিয়ে এসেছে বলে জানা গেছে। গ্রামের বাকি অধিবাসীরাও ঘটনার পর থেকেই তাদের সাধ্যমত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে বাগলান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে পুরো বাগলান প্রদেশ প্রকম্পিত হলেও ৫টি জেলায় আঘাতের পরিমাণ ছিল সবচেয়ে বেশি।
২০০২ সালেও বাগলান প্রদেশে সংঘটিত এক ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর