ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান থেকে মধ্যস্থতাকারীদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুন ১২, ২০১২
পাকিস্তান থেকে মধ্যস্থতাকারীদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ঢাকা: আফগানিস্তানে ন্যাটোর সরবরাহ পথ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত না করেই পাকিস্তান থেকে মধ্যস্থতাকারীদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল জানান, এ সংক্রান্ত একটি আদেশ তারা পেয়েছে।

তবে স্বল্প সময়ের জন্য তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে।

পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আশফাক কিয়ানি মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী পিটার ল্যাভয়ের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোর পর এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

ন্যাটোর সরবরাহ পথ খুলে দেওয়া বিষয়ে আলোচনা করতে তারা প্রায় ৬ সপ্তাহ ধরে পাকিস্তানে অবস্থান করছিল বলে জানা যায়। তবে অচলাবস্থা নিরসনে কোন অগ্রগতি হয়নি বলে জানালেন জর্জ।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মার্কিন হামলায় ২৪ পাকিস্তানি সেনার মৃত্যুর ঘটনায় পাকিস্তানের মধ্য দিয়ে ন্যাটোর সরবরাহ পথ বন্ধ করে দেয় পাক সরকার।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই ঘোষণার ফলে পাক-মার্কিন সম্পর্ক আরো গভীর সংকটের মাঝে পড়বে বলে আশঙ্কা করছে বিশ্লেষকগণ।

কারণ এরই মধ্যে পাকিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্র ধৈর্য্য হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।