ঢাকা: অবশেষে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আফ্রিকান ইউনিয়নের (এইউ) বার্ষিক সম্মেলন। জুলাই মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, পূর্বের সিদ্ধান্ত অনুসারে ১৯তম এইউ সম্মেলন মালাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না মালাবির প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে মালাবির পরিবর্তে ইথিওপিয়ায় এইউ সম্মেলন অনুষ্ঠানের অনুরোধ জানান বশির।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ কারণে এইউ সম্মেলনে বশিরকে আমন্ত্রণ করতে অস্বীকৃতি জানান মালাবির প্রেসিডেন্ট জয়স বান্দা।
অবশ্য যুদ্ধাপরাধ সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট বশির। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন বশির।
এদিকে আফ্রিকার আভ্যন্তরীণ ব্যাপারে আইসিসি অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন এইউর কর্মকর্তা ফারদিনান্দ মোঁসো।
তিনি বলেন, ‘আইসিসি কি করবে সেটা তাদের ব্যাপার। তবে এটা ঠিক, আমরা যখনই সম্মেলন আয়োজন করতে যাই তখনই তারা কোন না কোন বাধার সৃষ্টি করে। ’
মালাবির সাবেক প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুতারিকার মৃত্যুর পর সুদান ও মালাবির সম্পর্কে আর কোন অগ্রগতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর