ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনে আটক বালকের মুক্তিলাভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুন ১২, ২০১২
বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনে আটক বালকের মুক্তিলাভ

ঢাকা: পুলিশি হেফাজতে প্রায় একমাস আটক রাখার পর অবশেষে ১১ বছর বয়সী এক বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে বাহরাইনী কর্তৃপক্ষ। দেশটির সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



আলি হাসান নামের ওই বালকের আইনজীবি মোহসেন আল আলাউয়ি বলেন , ‘বিচারক তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হবে আগামী ২০ জুন। ’

এই বালকের বিরুদ্ধে বেআইনী জমায়েতে অংশ নেওয়াসহ বাহরাইনের সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

বাহরাইনী মানবাধিকার সংস্থা ‘বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস’ জানায় রাজধানী মানামার নিকটবর্তী বিলাদ আল কাদেম শহরতলীতে অবস্থিত নিজ বাড়ির নিকট থেকে হাসানকে গত ১৩মে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশরা। তার বিরুদ্ধে পরবর্তীতে বেআইনী জমায়েতে যোগ দেওয়ার অভিযোগ আনে কর্তৃপক্ষ।

এদিকে বাহরাইনের বিচার বিভাগের কর্মকর্তা নুরা আল খলিফা এক বিবৃতিতে জানান, আবর্জনার গাড়ি ও কাঠের গুড়ি দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা কালে হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে হাসান বেআইনী কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে এ সময় দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১১সালের ফেব্রুয়ারিতে প্রথম শুরু হওয়া বাহরাইনের সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়াদের মধ্যে এখন পর্যন্ত হাসানই সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।