ঢাকা: এক বিতর্কিত শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে রক্ষণশীল মুসলিম বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ৮৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানা গেছে।
সোমবার রাতে প্রতিবাদকারীরা রাজধানীর এত্তেদামেন এবং সিদি হোসেইন জেলায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে বলে জানা গেছে।
গত বছরের সফল সরকার বিরোধী আন্দোলনের পর সোমবারের এই বিক্ষোভ সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, এসব ঘটনায় কমপক্ষে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয় বলে জানা গেছে। সোমবার সকালের দিকে বিক্ষোভের শুরুতে প্রতিবাদকারী তরুণরা রাজধানী তিউনিসের বিভিন্ন এলাকার রাস্তায় ট্রাম চলাচলে বাধার সৃষ্টি করে। এ সময় রাজধানীর অনেক এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
রাজধানীর লা মার্সা এলাকায় অবস্থিত ওই আর্ট গ্যালারি অভিমুখে রক্ষণশীল সালাফিস্টদের একটি বিক্ষোভ মিছিলকে পুলিশ আটকে দেওয়ার পরপরই বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই গ্যালারিতে ইসলামবিরোধী বিষয় প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ করছে রক্ষণশীল মুসলিমরা।
আলি নামের এক বিক্ষোভকারী বলেন,‘ ওই শিল্পীদের উদ্দেশ্য ছিলো ইসলামকে হেয় প্রতিপন্ন করা এবং এটা নতুন নয়। ইসলাম এখন আক্রান্ত’।
তবে সাম্প্রতিক বিক্ষোভকে ব্যবহার করে তিউনিসিয়ার রাজনীতিতে কট্টর ইসলামপন্থি সালাফিস্ট রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিপত্তি ও প্রভাব উপস্থাপন করছে বলে মনে করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর