ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জুন ১৩, ২০১২
ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ

ঢাকা: এবার দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। বার্ষিক বিশ্ব শান্তি সূচক-২০১২ মোতাবেক, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, নেপাল ও ভুটান এবার ভারতের চেয়ে বেশি শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়েছে।

যেখানে বাংলাদেশের অবস্থান ৯১তম। আর ভারতের অবস্থান ১৪২তম। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থান ১৪৯তম।

অপরদিকে ভুটান ও নেপালের অবস্থান যথাক্রমে ১৯ ও ৮০তম।

অবশ্য গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের ঢের অবনতি হয়েছে। গত বছরের তালিকায় ৮৩তম অবস্থান থেকে ৮ ধাপ নেমে এবার ৯১তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
 
বিশ্বজুড়ে ক্ষুধা, সন্ত্রাস, কূটনৈতিক উত্তেজনা, সীমানা বিরোধ, যুদ্ধ, সহিংসতা সর্বোপরি অর্থনৈতকি মন্দা সত্ত্বেও পৃথিবী আগের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে। বার্ষিক বিশ্ব শান্তি সূচক বা গ্লোবাল পিস ইনডেক্স-২০১২ এমন তথ্যই দিয়েছে। এবারের সূচকে দেখা যাচ্ছে, ২০০৯ সালের তুলনায় এখন বিশ্ব বেশি শান্তিপূর্ণ।

গত মঙ্গলবার এ বার্ষিক সূচক প্রকাশ করেছে ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস। তারা দেখেছে এ বছর বিশ্ব কিছুটা হলেও শান্তিপূর্ণ হয়েছে। অথচ গত দু’বছর বিশ্বে শান্তির সম্ভাবনায় ভাটা পড়েছিল।

সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে ব্যয় সঙ্কোচন নীতি গ্রহণের ফলে সামরিকীকরণ এবং রাজনৈতিক সন্ত্রাস মানদণ্ডের উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর সে কারণে এবার বিশ্ব শান্তি সূচকের তালিকায় বিভিন্ন দেশের ক্রমতে ব্যাপকভাবে পরিবর্তন এসেছে।

এবারের বার্ষিক তালিকা মোতাবেক, বিশ্বে সবচে শান্তিপূর্ণ দেশের মর্যাদা এবারও পেয়েছে আইসল্যান্ড। এর পরেই আছে ডেনমার্ক এবং নিউজিল্যান্ড।

শান্তিপূর্ণ দেশের তালিকায় এবার সবচে পতন ঘটেছে সিরিয়ার। সাম্প্রতিক সহিসংতার কারণে দেশটি তালিকায় ৩০ ধাপ নেমে গিয়ে ১৪৭তম স্থানে অবস্থান করছে।

অর্থনৈতিক সঙ্কটে আক্রান্ত বিটেনও তিন ধাপ নেমে গিয়ে ২৯তম স্থানে ঠেকেছে।

অপরদিকে অশান্তিপূর্ণ দেশ হিসেবে যাদের দুর্নাম হয়েছে তাদের মধ্যে শীর্ষে আছে- সিরিয়া, মিসর, তিউনিসিয়া, ওমান এবং মালাবি। ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিসের মতে, এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোই সবচে অশান্তির দেশের মধ্যে পড়েছে। সাম্প্রতিক আরব বসন্তের সময় সহিংসতা ও অস্থিরতার দরুণ দেশগুলো সন্তোষজনকভাবে শান্তিপূর্ণ থাকতে পারেনি।

অপরদিকে গত বছরের তুলনায় এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে শান্তি বেড়েছে। তালিকায় এবার সবচেয়ে ভালো উন্নতি দেখানো দেশগুলোর মধ্যে অন্যতম- শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ভুটান, গায়ানা এবং ফিলিপাইন।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত, সামাজিক নিরাপত্তা এবং সন্ত্রাসী তৎপরতাসহ ২৩টি বিষয়কে এবারের বিশ্ব শান্তির সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব সূচকের ভিত্তিতে ১৫৮টি দেশের ক্রম তালিকা প্রস্তুত করেছে ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস।

এছাড়া সামরিক খাতে ব্যয়, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং মানবাধিকার বিষয়ে কোনো দেশের অবস্থান ও ভূমিকাও এবারের তালিকা প্রস্তুতে সূচক হিসেবে নেওয়া হয়েছে। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকাশক্তি হিসেবে গণতন্ত্র, প্রশাসনে স্বচ্ছতা, শিক্ষা এবং জনকল্যাণের বিষয়গুলোও বিবেচনা করা হয়েছে।

বিশ্ব শান্তি সূচকের তালিকা মোতাবেক এ বছর সবচে অশান্তির দেশ বলে বিবেচিত হয়েছে সোমালিয়া। তালিকায় সবচে নিচের পাঁচের মধ্যে রয়েছে যথাক্রমে- আফগানিস্তান, সুদান, ইরাক এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

তবে আশার কথা হচ্ছে সাব সাহারান অঞ্চল আর আগের মতো অশান্তির অঞ্চল নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।