ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুন ১৩, ২০১২
ইরাকে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫৭

ঢাকা: আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ইরাক। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব হামলায় নিহত হয়েছে ৫৬ জন, আহত হয়েছে আরো ১৫০ জন।



হামলা চালানো হয় রাজধানী বাগদাদ, দক্ষিণাঞ্চলীয় হিলা নগরী এবং শিয়া অধ্যূষিত বালাদ শহরে। মূলত শিয়া পূণ্যার্থী এবং পুলিশকে লক্ষ্ করে বুধবারের এই হামলাগুলো পরিচালনা করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবং সংবাদমাধ্যম।
 
রাজধানী বাগদাদের শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে চারটি পৃথক বিস্ফোরণ ঘটানো হয়। এসব হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর প্রপৌত্র বিখ্যাত শিয়া ইমাম মুসা আল খাদিমের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাগদাদে সমবেত হওয়া শিয়া পূণ্যার্থীরাই এসব হামলার প্রাথমিক টার্গেট ছিলো বলে ধারণা করা হচ্ছে।

বাগদাদের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় নগরী হিলাতেও কমপক্ষে দুটি হামলা চালানো হয়। এর মধ্যে একটি ছিলো আত্মঘাতী গাড়ি  বোমা হামলা । নগরীর একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরিত হয় বোমাটি। এতে নিহত হয় ২২ জন, আহত হযেছে আরও ৩৮ জন।   রেস্টুরেন্টটিতে মূলত পুলিশ সদস্যরা আসা যাওয়া করতেন বলে জানা গেছে।

এছাড়া শিয়া ‍অধ্যূষিত বালাদ শহরে আরো দুটি গাড়ি বোমা হামলায় মারা গেছে কমপক্ষে ৪ জন। এসব হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার না করলেও এ সব হামলার পেছনে আল কায়েদা ইরাক শাখা দায়ী বলে মনে করা হচ্ছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই দেশটিতে রাজনৈতিক দ্বিধা বিভক্তি বেড়ে গেছে। ফলে দেশটিতে প্রায়ই রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘাতের ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।