ঢাকা: সপ্তাহ না পেরোতেই আবারো মেক্সিকোর পূর্বঞ্চালীয় প্রদেশ ভেরাক্রুস থেকে কমপক্ষে ১৪টি খণ্ডিত লাশ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফেলে যাওয়া একটি পিকআপ ভ্যানে এসব লাশ ছিল।
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোনের সূত্র ধরে গত মঙ্গলবার সীমান্তবর্তী তুক্সপান শহরে রাস্তার পাশে পার্ক করা একটি পিকআপ ভ্যান খণ্ডিত লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় কৌঁসুলির কার্যালয়।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, খণ্ডিত লাশগুলোর বেশিরভাগই পুরুষের। লাশগুলো ব্যাগে ভরা অবস্থায় পাওয়া গেছে।
লাশ উদ্ধারের স্থানে পাওয়া চিরকুট থেকে জানা যায়, জেটাস মাদক চোরাচালান গ্রুপের সঙ্গে নিহতদের সংযোগ ছিল। ১৯৯০ সালে উপসারীয় মাদক চোরাচালান দল তাদের ভাড়া করে নিয়ে যায়। পরে তারা সেখান থেকে পালিয়ে আসে।
পার্শ্ববর্তী তামাওলিপাস প্রদেশের দক্ষিণে সীমান্ত সংলগ্ন এই এলাকাটি জেটাস মাদক চোরাচালান দলের সবচে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, চলতি মাসের ৭ তারিখে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় সিউদাদ মঁতে শহরে ১৪ জনের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর