ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ডিজেল ইঞ্জিনের ধোঁয়ায় ক্যান্সার হয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, জুন ১৩, ২০১২
ডিজেল ইঞ্জিনের ধোঁয়ায় ক্যান্সার হয়

ঢাকা: ডিজেল ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করলে ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



ডব্লিউএইচওর একদল গবেষক বলেছেন, ডিজেল ইঞ্জিন নির্গত ধোঁয়া ফুসফুসের ক্যান্সার তো সৃষ্টি করেই; পাশাপাশি এটি মূত্রথলিতে টিউমারের কারণও হতে পারে।

খনি ও রেলওয়েতে উচ্চ স্বাস্থ্যঝুঁকির মধ্যে কর্মরত শ্রমিক এবং ট্রাক চালকদের ওপর পরিচালিত সাম্প্রতিক এ গবেষণায় ডিজেল ইঞ্জিন নির্গত ধোঁয়ার ঝুঁকির ব্যাপারে নতুন এ তথ্যটি পেয়েছেন ডব্লিউএইচও’র গবেষকরা।

গবেষক দলের নেতৃত্বদানকারী ড. ক্রিস্টোফার পোর্টিয়ার জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতেই তারা ক্যান্সার সৃষ্টির এই কারণকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

ডব্লিউএইচও’র অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) তাদের পূর্বতন এক গবেষণায় ডিজেল ইঞ্জিনের ধোঁয়া থেকে ক্যান্সার সৃষ্টির আশঙ্কার কথা বলেছিল।
আর এখন তারা জোর দিয়েই বলছে, এই ধোঁয়া ক্যান্সার রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। ডিজেল পোড়া ধোঁয়া ক্যান্সার সৃষ্টির দিক থেকে কাঠ চেরা, তেজষ্ক্রিয় প্লুটোনিয়াম, সূর্যলোক এবং অ্যালকোহল জাতীয় বস্তু থেকে সৃষ্ট ঝুঁকির সম পর্যায়ের বলে মনে করছে তারা।
তবে এই ধোঁয়ার কারণে ক্যান্সারের ঝুঁকির মাত্রা সম্পর্কে তুলনামূলক কোন সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

বিশ্ব স্থাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ ঝুঁকি সম্পন্ন শিল্প কারখানায় কর্মরতদের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি ৪০ শতাংশ বেশি।

এদিকে ডব্লিউএইচও’র এই প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে, বায়ু দূষণ এখন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। সে হিসেবে তারা জনস্বাস্থ্য উন্নয়নের দিকে বেশি করে নজর দিচ্ছে।

কর্মক্ষেত্রে এ ধরনের দূষণ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছে
যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান।

তবে ডিজেল ইঞ্জিন নিঃসৃত ধোঁয়ার কারণে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনা তামাক সেবনজনিত ক্যান্সারের ঝুঁকির চেয়ে অনেক কম বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে ক্যান্সার বিষয় তথ্য বিভাগের পরিচালক ড. লেসলি ওয়াকার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।