ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জুন ১৩, ২০১২
ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ৯

ঢাকা: মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে বুধবার নয় জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের সবাই আল কায়েদার সদস্য বলে ধারণা করছে স্থানীয় কর্মপক্ষ।



স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রদেশটির আযান শহরের একটি বাড়ি ও নিকটস্থ একটি গাড়ি লক্ষ্য করে বুধবার সকালে ড্রোন হামলা চালানো হয়। বাড়িটিতে আল কায়েদার সদস্যরা বৈঠক করছিল ধারণা করা হচ্ছে।

হামলায় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম।

ইয়েমেনের আবিয়ান, জার এবং জিনজিবারে মঙ্গলবার পরিচালিত সেনা অভিযানের ফলে বেশিরভাগ আল কায়েদা যোদ্ধা আযান প্রদেশে পালিয়ে যায় বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, এই এলাকায় বহু সংখ্যক আল কায়েদা নেতা আত্মগোপন করে আছে। এখান থেকেই তারা জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, কেন্দ্রীয় সরকারের দুর্বলতার পুরো সুযোগ নিচ্ছে ইয়েমেনে অবস্থানরত আল কায়েদা গোষ্ঠী। ইতোমধ্যে তারা রাজধানী সানাসহ বেশ ক’টি অঞ্চলের নিয়ন্ত্রণও নিয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।