ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনা ফুটবলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, জুন ১৩, ২০১২
চীনা ফুটবলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড

ঢাকা: চীনা ফুটবলের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দেশটির ফুটবল লীগের এই দুই সাবেক প্রধানের প্রত্যেককে সাড়ে দশ বছর করে কারাদণ্ড প্রদান করে আদালত।

দুর্নীতির দায়ে এই প্রথম চীনের ফুটবলের কোনো শীর্ষ কর্মকর্তা কারাদণ্ড ও জরিমানার ন্যায় শাস্তির সম্মুখীন হলেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

চীনের ফুটবল লীগের সাবেক প্রধান নান উং এবং তার পূর্বসূরী সি ইয়ালং ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন। চীনা ফুটবলে সম্প্রতি ম্যাচ পাতানো এবং ঘুষ আদান প্রদানের বেশ কিছু কেলেংকারির ঘটনা ফাঁস হয়। পরবর্তীতে অনুষ্ঠিত তদন্তে এসব ঘটনার সঙ্গে দেশটির ফুটবলের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসে।

এর প্রেক্ষিতে দেশের ফুটবল থেকে দুর্নীতি ও অনিয়মের মূল উৎপাটনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় চীনা কর্তৃপক্ষ। এই দুই কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানার শাস্তি এরই ধারাবাহিকতায় প্রদান করা হলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

চীনা ফুটবল লীগের সাবেক প্রধান নান উংকে কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ ইউয়ান বা ৩১ হাজার ৪শ’ ডলার জরিমানা করা হয়। ঘুষ গ্রহণের ১৭টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে উত্তর পূর্ব চীনের তিলিংয়ের একটি আদালত।

অপর দিকে ডানডং নগরীর একটি আদালতে দোষী সাব্যস্ত হন সি ইয়ালঙ।   তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সি।   পুলিশের নির্যাতনের মুখে তিনি অভিযোগ স্বীকার করেছিলেন বলে দাবি করেন তিনি। তবে আদালত এসবে আমল না দিয়ে কারাদণ্ড ঘোষণার পাশাপাশি তার ৯ লাখ ইউয়ান মূল্যের সম্পত্তি বাজেয়াফত করার নির্দেশ দেন।

এছাড়া ডানডং নগরীর আদালতে অন্যান্যদের মধ্যে চীনের জাতীয় ফুটবল দলের এক সাবেক অধিনায়ককেও সাড়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ২ লাখ ইউয়ান জরিমানার আদেশও দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

পাশাপাশি একই ধরণের অভিযোগে শেন ইয়াং শহরের একটি আদালত জাতীয় দলের সাবেক চার ফুটবলারকে ছয় বছরের কারাদণ্ড প্রদানের পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ ইউয়ান জরিমানা করে। তাদের বিরুদ্ধেও ম্যাচ পাতানো এবং ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।