ঢাকা: সিরিয়ার সহিংস পরিস্থিতিকে গৃহযুদ্ধ হিসেবে অভিহিত করলেন জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমের প্রধান। সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে পুরোদস্তুর গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় বলে এসময় উল্লেখ করেন তিনি।
‘সিরিয়ার পরিস্থিতিকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় কি না?’, মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের প্রধান হার্ভে লাদসু বলেন, ‘ হ্যা, আমি মনে করি আমরা তা বলতে পারি। ’
তিনি বলেন, ‘ এটা পরিষ্কার যে সিরীয় সরকার বিশাল পরিমান ভূখণ্ডের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তারা এখন সেগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছে। ’
এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য্যক্রমের মুখপাত্র কিয়েরান দিয়ের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ‘গত ৫ দিন ধরে আমরা উভয়পক্ষের মধ্যে উল্লেখযোগ্য সামরিক সংঘাত পর্যবেক্ষণ করছি। উভয় পক্ষই মারাত্মক সংঘাতে লিপ্ত, ফলে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। ’
এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রতিক্রিয়ায় গৃহযুদ্ধের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি জাতিসংঘ কর্মকর্তার ওই বক্তব্যে সংঘাতের একটি অবাস্তব ছবি ফুটে উঠেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিউজ এজেন্সিতে বুধবার প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, ‘সিরিয়ায় বাস্তবে কোনো গৃহযুদ্ধ চলছে না, বরং সরকারি বাহিনী বিভিন্ন সশস্ত্র দলের বিরুদ্ধে লড়াই করছে যারা স্বেচ্ছায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর