ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে : শীর্ষ জাতিসংঘ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, জুন ১৩, ২০১২
সিরিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে : শীর্ষ জাতিসংঘ কর্মকর্তা

ঢাকা: সিরিয়ার সহিংস পরিস্থিতিকে গৃহযুদ্ধ হিসেবে অভিহিত করলেন জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমের প্রধান। সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে পুরোদস্তুর গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় বলে এসময় উল্লেখ করেন তিনি।

এদিকে সিরিয়ার হোমস শহরে নতুন করে সিরীয় বাহিনী গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি অন্যান্য শহরেও সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

‘সিরিয়ার পরিস্থিতিকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করা যায় কি না?’,  মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের এরকম এক প্রশ্নের জবাবে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের প্রধান হার্ভে লাদসু  বলেন, ‘ হ্যা, আমি মনে করি আমরা তা বলতে পারি। ’

তিনি বলেন, ‘ এটা পরিষ্কার যে সিরীয় সরকার বিশাল পরিমান ভূখণ্ডের ওপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তারা এখন সেগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছে। ’

এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য্যক্রমের মুখপাত্র কিয়েরান দিয়ের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ‘গত ৫ দিন ধরে আমরা উভয়পক্ষের মধ্যে উল্লেখযোগ্য সামরিক সংঘাত পর্যবেক্ষণ করছি। উভয় পক্ষই মারাত্মক সংঘাতে লিপ্ত, ফলে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। ’

এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রতিক্রিয়ায় গৃহযুদ্ধের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি জাতিসংঘ কর্মকর্তার ওই বক্তব্যে সংঘাতের একটি অবাস্তব ছবি ফুটে উঠেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিউজ এজেন্সিতে বুধবার প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, ‘সিরিয়ায় বাস্তবে কোনো গৃহযুদ্ধ চলছে না, বরং সরকারি বাহিনী বিভিন্ন সশস্ত্র দলের বিরুদ্ধে লড়াই করছে যারা স্বেচ্ছায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।