ঢাকা: ভারতের গুজরাট রাজ্যে বৃহস্পতিবার যাত্রীবাহী একটি ট্রাক উল্টে ৮ শিশুসহ ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
পুলিশ জানিয়েছে, সকাল ৬টার দিকে রাজ্যের আহমেদাবাদ জেলার সানন্দ-বিরামগাম মহাসড়কে বিরামগাম তালুকা এলাকায় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। রাতভর বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্চিল হয়ে যাওয়ায় লবণের বস্তাভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ আরো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বেশিরভাগই শ্রমিক। তারা সবাই ওই ট্রাকের আরোহী ছিলেন। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে পার্শ্ববর্তী ভিএস হসপিটাল এবং অন্যদের সানন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকেই দায়ী করেছে পুলিশ। ওই ট্রাকের চালক পালিয়ে গেছে বলে তারা জানিয়েছে।
এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর