ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, জুন ১৪, ২০১২
ভারতের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরকারি মালিকানাধীন একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপেক্ষ ১১ জনের প্রাণহানি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের উপকূলীয় শহর বিশাখাপত্তমে অবস্থিত সরকারি ইস্পাত কারখানায় আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে।

কমপক্ষে ১৬ জন শ্রমিক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। হতাহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রমিকরা নতুন যন্ত্রপাতি সেট করার সময় প্ল্যান্টের অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে।

অগ্নিদগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।