ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শনির দশা কাটছে না নকিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জুন ১৪, ২০১২
শনির দশা কাটছে না নকিয়ার

ঢাকা: মোবাইল হেন্ডসেটের বাজারে এক সময় একাধিপত্যকারী ফিনল্যান্ডের কোম্পানি নকিয়ার যেনো শনির দশা কাটছে না। স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছে তাকে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও ধারণার চেয়ে বেশি লোকসান গুণতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে কোম্পানির ব্যয় কমাতে বিশ্বব্যাপী আরো ১০ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নকিয়া।

২০১০ সালের সেপ্টেম্বরে স্টিফেন এলোপ প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেলফোনের বাজারে নাজুক অবস্থার মধ্যে পড়া নকিয়ার কর্মী ছাটাই প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের এ সিদ্ধান্তের ফলে এ পর্যন্ত ছাটাই পরিকল্পনার মধ্যে পড়ল ৪০ হাজারেরও বেশি শ্রমিক।

নকিয়া বলছে, কোম্পানির সংস্কার ও পুনর্গঠন খাতে ২০১৩ সালের শেষ নাগাদ পর্যন্ত তারা একশ’ ৩০ কোটি ডলার ব্যয় করবে।

এদিকে ২০১১ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সিম্বিয়ান স্মার্টফোন অপারেটিং সিস্টেম বাদ দিয়ে মাইক্রোসফটের এমএসএফটি অপারেটিং সিস্টেম ব্যবহারের ঘোষণা দেওয়ার পর নকিয়ার শেয়ারের দাম ৭০ শতাংশেরও বেশি পড়ে গেছে।

প্রসঙ্গত, সাধারণ মোবাইল হেন্ডসেটের বাজারে নকিয়া বহুদিন ধরে একক আধিপত্য ধরে রাখলেও স্মার্টফোনের বাজারে এসে স্যামসাংয়ের সঙ্গে প্রতিয়োগিতায় টিকতে পারছে না। সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্যামসাংয়ের আর্কষণীয় স্মার্টফোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১২
সম্পাদনা:  জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।