ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উয়েফা অনুর্ধ্ব-২১ ইসরায়েলে না করার অনুরোধ ফিলিস্তিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জুন ১৫, ২০১২
উয়েফা অনুর্ধ্ব-২১ ইসরায়েলে না করার অনুরোধ ফিলিস্তিনের

ঢাকা: অনুর্ধ্ব-২১ উয়েফা ফুটবল কাপ অনুষ্ঠানের দায়িত্ব ইসরায়েলকে না দেওয়ার অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। তিন জন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড়কে ইসরায়েল বিনা বিচারে আটক রাখার কারণে এ আপত্তি জানাল পিএফএ।



ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন পিএফএ প্রেসিডেন্ট জিবরিল রজব।

ইসরায়েলে বিনা বিচারে আটক ৩ খেলোয়াড়ের এখনো কোন সমাধানে না আসায় তাদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন জিবরিল।

ফিলিস্তিনি ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় মাহমুদ সারসাক, অলিম্পিক স্কোয়াডের গোলরক্ষক ওমর আবু রইস এবং রামাল্লাহর খেলোয়াড় মোহাম্মদ নিমর বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন।

রইস এবং নিমরকে চলতি বছরের ফেব্রুয়ারিতে এবং সারসাককে ২০০৯ সালের জুলাইয়ে আটক করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম।

সারসাক ইসরায়েলি কারাগারে ৮০ দিন ধরে অনশন পালন করছে বলে জানা যায়। গত মার্চের শেষ দিকে তিনি অনশন শুরু করেন।

এদিকে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারও সারসাকের পক্ষে অবস্থান নিয়েছেন।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আভি লুজনের কাছে পাঠানো এক বার্তায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি চাপ বাড়াতে অনুরোধ করেছেন ব্ল্যাটার।

প্রসঙ্গত, শুধু এই তিন খেলোয়াড়ই নয় ইসরায়েলের কারাগারে এখনো ৩ শ’রও বেশি ফিলিস্তিনি বিনা বিচারে আটক আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ থেকে ৮ জুন ইসরায়েলে উয়েফা অনুর্ধ্ব-২১ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে উয়েফা নির্বাহী কমিটির ভোটে আয়োজনের দায়িত্ব পায় ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।