ঢাকা: দীর্ঘ ৬০ বছর পর মিয়ানমারে ব্যবসা শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত কোমল পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান কোকাকোলা। মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই এমন ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মিয়ানমারের সেনা সমর্থিত সরকার রাজবন্দি মুক্তিসহ নানা ধরনের সংস্কার প্রক্রিয়া শুরু করায় দেশটিতে বিনিয়োগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত মিয়ানমার সামরিক জান্তার শাসনাধীনে ছিল। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনের মধ্য দিয়ে বহু বছর পর সংসদের প্রতিনিধিত্ব পায় অং সান সু চির দল।
কোকাকোলা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেলেই মিয়ানমারে উৎপাদন ও বিপণন কার্যক্রম শুরু করবে তারা।
উল্লেখ্য, সারা বিশ্বে মাত্র ৩টি দেশে কোকাকোলার ব্যবসা ছিল না। এরমধ্যে কিউবা ও মিয়ানমারে রাজনৈতিক সঙ্কটের কারণে ব্যবসা বন্ধ করে দেয় তারা। আর সমাজতন্ত্রিক দেশ উত্তর কোরিয়ায় কোকাকোলা কখনোই ব্যবসা করার অনুমতি পায়নি।
মিয়ানমারের বর্তমান সরকার গণতান্ত্রিক সংস্কারে উত্তরোত্তর পদক্ষেপ নেবে এমন শর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারাও সম্প্রতি দেশটি সফর করেছেন এবং ব্যবসায়িক নিষেধাজ্ঞা শিথিল করা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর