ঢাকা: ডায়াবেটিস এবং আলঝেইমার রোগ দু’টির মধ্যে জীনগত সম্পর্ক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। একটি মার্কিন গবেষক দল দেখেছেন, ডায়াবেটিস রোগীর আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
জেনেটিকস সাময়িকীতে প্রকাশিত যুক্তরাষ্ট্রের সিটি কলেজ অব নিউইয়র্কের বিজ্ঞানীদের আলঝেইমার সংক্রান্ত গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডায়াবেটিসের সঙ্গে আলঝেইমারের জিন গত সম্পর্কের প্রমাণ মিললেও ডায়াবেটিস রোগী অপরিহার্যভাবে আলঝেইমারে আক্রান্ত হবেন এমনটি তারা বলেননি। তবে এসব রোগী বেশি ঝুঁকিতে থাকেন বলে তাদের পর্যবেক্ষণে ধরা পড়েছে।
উল্লেখ্য, আলঝেইমার রোগের সঠিক কারণ এখনো পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।
গবেষক দলের প্রধান অধ্যাপক ক্রিস লি এ ব্যাপারে বলেছেন, ‘টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে আলঝেইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচে বেশি থাকে। ’ ইনসুলিন প্রক্রিয়ার সময় আলঝেইমারের জন্য দায়ী জিনের একটা ভূমিকা থাকে বলে দেখেছেন তারা।
তবে এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞগণ।
জানা যায়, মানসিক বৈকল্যের অন্যতম একটি কারণ হচ্ছে আলঝেইমার। শুধুমাত্র যুক্তরাজ্যেই এ ধরনের রোগীর সংখ্যা ৮ লাখ ২০ হাজার।
বিজ্ঞানীরা জানান, চিকিৎসার মাধ্যমে আলঝেইমারে আক্রান্তদের মধ্যে রোগের প্রভাব সাময়িকভাবে কমানো সম্ভব বটে। তবে রোগের বিস্তার কোনভাবেই পুরোপুরি ঠেকানো যায় না।
আলঝেইমার রোগের গুরুত্বপূর্ণ নির্দেশক হলো আক্রান্তদের মস্তিষ্কে খুবই স্বল্প পরিমাণে অ্যামিলয়েড প্রেটিনের উপস্থিতি। আঠালো চিটচিটে এ পদার্থটি শুধু মৃত মানুষের মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশ লক্ষ্য করা যায়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর