ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বহু বিতর্কিত ফরাসি বুদ্ধিজীবী গারুদি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, জুন ১৫, ২০১২
বহু বিতর্কিত ফরাসি বুদ্ধিজীবী গারুদি মারা গেছেন

ঢাকা: বহু বিতর্কিত ফরাসি বৃদ্ধিজীবী রোজার গারুদি মারা গেছেন। গত বুধবার ফ্রান্সের চেনেভিয়ারস শহরতলীতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা গারুদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাজি বাহিনীর গ্যাস চেম্বারে ইহুদি হত্যার ঘটনা কল্পকাহিনী বলে মন্তব্য করায় গারুদি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

১৯৯৮ সালে ‘দ্য ফাউন্ডিং মিথস অব ইসরায়েলি পলিটিকস’ নামে ইহুদি জাতীয়বাবাদ (জায়নবাদ) বিরোধী লেখনীতে তথ্য বিকৃতির অভিযোগে প্যারিসের আদালত তাকে ১৮ হাজার ডলার জরিমানা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদি হত্যার তথ্যটির বিকৃতটি ঘটেছে বলে আদালতের অভিযোগ।

গারুদি ফ্রান্সের এক প্রোটেস্টেন্ট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে তিনি ক্যাথলিক খ্রিস্টান ধর্ম বিশ্বাসে দীক্ষিত হন। এরপরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন গারুদি।

যৌবনে ফ্রান্স প্রতিরোধ আন্দোলনে যোগ দেন গারুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির সহযোগী ভিকি ফ্রান্স সরকারের হাতে আলজেরিয়াতে যুদ্ববন্দি হিসেবে কিছু দিন কারাগারে কাটান।

যুদ্ধের পর গারুদি ফ্রান্স কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। দল থেকে তিনি ফরাসি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং এক সময় সিনেটেও সদস্যপদ পান।

তবে ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় রুশ হামলার সমালোচনায় করায় ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।