ঢাকা: সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মত কাশ্মীর সফর করলেন ভারতের নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল বিক্রম সিং। শুক্রবার তিনি ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টার উধামপুর পরিদর্শন করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে সিয়াচেন হিমবাহ থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার সম্ভাবনার প্রেক্ষিতে ভারতীয় সেনা প্রধানের জম্মু কাশ্মীর সফর বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জেনারেল সিং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে তিনি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অনুপ্রেবেশ বন্ধের উদ্যোগ আরও জোরদার করার জন্য সেনা কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন বলে জানা গেছে।
এসময় কাশ্মীরে সেনাবাহিনীর কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফিং প্রদান করেন ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফট্যানান্ট জেনারেল কি টি পরনায়েক।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর