ঢাকা: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বে অযোচিত হস্তক্ষেপ করছে যুক্তরাজ্য, এমন অভিযোগ উত্থাপন করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ দ্য ক্রিচনার।
ফকল্যান্ড যুদ্ধ অবসানের ৩০ বছর পূর্তি উপলক্ষে এ ব্যাপারে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহবান জানালেন প্রেসিডেন্ট ক্রিচনার।
তিনি বলেন, ‘ইতিহাস এবং ভৌগলিক অবস্থান অনুসারে আর্জেন্টিনাই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবিদার। কারণ এ দ্বীপপুঞ্জ ভৌগলিকভাবে দক্ষিণ আমেরিকার উপমহাদেশীয় প্লেটের অন্তর্গত। ’
প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ভূখণ্ড কি করে ব্রিটেনের অন্তর্গত হতে পারে তা কোনভাবেই বুঝতে পারছেন না বলে এসময় মন্তব্য করেন তিনি।
তার মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সুবাদে বাড়তি সুবিধা নিচ্ছে ব্রিটেন। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এ ব্যাপারে তারা কোন আলোচনাতেই অংশ নেবেন না।
এদিকে বৃহস্পতিবার ফকল্যান্ডের অধিবাসীরা ‘আজেন্টিনার ঔপনিবেশিকতা’ থেকে তাদের মুক্তি উপলক্ষে পোর্ট স্তানলির এক খ্রিস্টীয় উপাসনালয়ে একত্রিত হয়। এছাড়া যুদ্ধে নিহতদের স্মরণে তৎকালীন সৈনিকেরা স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত এক কুচকাওয়াজ পরিচালনা করে।
এদিকে ফকল্যান্ড প্রশ্নে জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্রের সমর্থন আর্জেন্টিনার দিকেই রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর