ঢাকা: যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লিডস শহরে দালাইলামার সফর নিয়ে ব্রিটেন এবং চীনে আবারো কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। এমনকি আসন্ন লন্ডন অলিম্পিকে অংশ নিতে যাওয়া লিডসে প্রশিক্ষণরত খেলোয়াড়দের প্রত্যাহার করারও হুমকি দিয়েছে চীন সরকার।
লিডসের প্রশিক্ষণ শিবিরে চীনের ২শ’ ২০ জন ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তা অবস্থান করছেন।
পশ্চিম ইয়র্কশায়ারে ব্যবসায়িক নেতাদের একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
লিডস শহরে অনুষ্ঠেয় ইয়র্কশায়ার ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশনে দালাইলামা একজন আধ্যাত্মিক নেতা হিসেবে ব্যবসায়িক নেতাদের সঙ্গে ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু এ ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেছেন, ‘আমরা আশা করছি, চীনা স্বার্থের জন্য হানিকর কাজ করার মতো ভুল বার বার করা থেকে ব্রিটেন বিরত থাকবে। ’ গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দালাইলামার সাক্ষাতের বিষয়টির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন মুখপাত্র।
তিনি বলেন, ‘ব্রিটিশ নেতার সঙ্গে দালাইলামার বৈঠক চীন-ব্রিটেন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর জন্য ব্রিটেনই দায়ী। ’
আর লিডসে অলিম্পিকের জন্য প্রশিক্ষণরত ক্রীড়াবিদদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতি এবং খেলা আলাদা করে দেখা উচিৎ। ’
এদিকে চীনের আপত্তির বিষয়ে লিডস সিটি কাউন্সিল বলেছে, তারা দালাইলামার সফরের স্পর্শকাতর বিষয়টির ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছে। তবে ওই ব্যবসায়িক সম্মেলনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে তারা।
কাউন্সিলের প্রধান নির্বাহী টম রিওর্ডান বলেছেন, ‘দ্য ইয়র্কশায়ার ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশন বেসরকারি উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান। লিডস সিটি কাউন্সিল এর আয়োজক নয়। ’
উল্লেখ্য, তিব্বত বহুদিন ধরে স্বায়ত্তশাসন দাবি করে আসলেও এখানে জোরপূর্বক নিয়ন্ত্রণ বজায় রেখেছে চীন। দালাইলামার অনুসারী তিব্বতীদের বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে সেখানে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে চীন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর