ঢাকা: কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার সকালে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছে। হামলায় আহত আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টনে আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকায় এ হামলা হয়। নিহতরা একটি গাড়ি কোম্পানির কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
এডমন্টনের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে পরে এ ব্যাপারে বিবৃতি দেওয়া হবে জানিয়ে ঘটনার বিস্তারিত বলতে রাজি হয়নি পুলিশ।
এডমন্টন জার্নাল জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটে স্থানীয় হাব শপিং মলে। মলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে।
ধারণা করা হচ্ছে ডাকাতির চেষ্টায় বন্দুকধারীরা গুলি চালিয়েছে।
ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশ মলটি ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদানা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর