ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে জনপ্রিয়তায় ওবামার চেয়ে রমনি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জুন ১৫, ২০১২
ইসরায়েলে জনপ্রিয়তায় ওবামার চেয়ে রমনি এগিয়ে

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশিরভাগ ইসরায়েলির প্রথম পছন্দ রমনি। ওবামা ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ তবে রমনি অধিক উষ্ণ, এমনই মত অধিকাংশ ইসরায়েলির।



ওবামা ও রমনির মধ্যে ইসরায়েলে কে বেশি জনপ্রিয় বা কাংখিত, সম্প্রতি এ সংক্রান্ত একটি জরিপ চালানো হয় ইসরায়েলি ইহুদিদের মধ্যে। তবে বৃহস্পতিবার প্রকাশিত জরিপের এই ফলাফলে ওবামার থেকে রমনি এগিয়ে থাকলেও জরিপে মূলত পরস্পর বিপরীতমুখী মতামত প্রতিফলিত হয়েছে।

বেগিন সাদাত সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিস, বার ইলান বিশ্ববিদ্যালয় এবং ডিফেমেশন লিগের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ইসরায়েলি ইহুদি ওবামাকে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হিসেবে দেখলেও তারা মনে করেন মিট রমনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাদের স্বার্থের পক্ষে বেশি উপযোগী।

ইসরায়েলের প্রতি ওবামার মনোভাবের ব্যাপারে জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হলে ৪৫ শতাংশ তাকে বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। অপরদিকে তাকে খুবই বন্ধত্বপূর্ণ হিসেবে মনে করেন ৬ শতাংশ।   ৩২ শতাংশ নিরপেক্ষ এবং ৩ শতাংশ তাকে খুবই অ-বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

তবে জরিপে যখন প্রশ্ন করা হয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলের স্বার্থে কে বেশি উপযোগী, তখন বেশিরভাগই ওবামার বদলে রমনির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

২৯ শতাংশ অংশ গ্রহণকারী রমনির পক্ষে অবস্থান নেন আর ২২ শতাংশ সমর্থন দেন ওবামাকে। তবে ওবামা ও রমনির ব্যাপারে বেশিরভাগ ইসরায়েলিই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বলে মনে হচ্ছে। কারণ ৪৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এর উত্তর জানেন না  অথবা তারা এ ব্যাপারে মনস্থির করতে পারছেন না।

অংশগ্রহণকারীদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন রমনি ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ভালো হবে। তবে ২৬ শতাংশ মনে করেন সম্পর্ক পূর্বের মতই একই রকম থাকবে। সম্পর্ক আগের থেকে খারাপ হবে এ ধারণা পোষণ করেন মাত্র ৬ শতাংশ।

প্যালেস্টাইন ইস্যুতে ওবামার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে ৪০ শতাংশ উত্তরদাতা ওবামার কর্মকাণ্ডে অসন্তুষ্ট অথবা খুবই অসন্তুষ্ট অপরদিকে ১৯ শতাংশ সন্তুষ্ট বা খুবই সন্তুষ্ট। ৩৬ শতাংশ মনে করেন ওবামার কার্যক্রম আংশিকভাবে সন্তোষজনক।

ইরানের পরমাণু কর্মসূচির  ব্যাপারে অবশ্য বেশিরভাগ ইসরায়েলি ওবামার বদলে রমনির ওপরই আস্থা রাখেন। ৩৬ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে রমনি ওবামার থেকে সন্তোষজনক পদক্ষেপ নেবেন। অবশ্য ২৬ শতাংশ উত্তর দাতা এর বিপক্ষে অবস্থান নেন।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে ৬৬ শতাংশ ইসরায়েলি ইহুদি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার বিষয়টি সমর্থন করেন শর্তসাপেক্ষে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।