ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জুন ১৬, ২০১২
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

হায়দারাবাদ থেকে সিরদি যাওয়ার পথে পাহাড় থেকে পড়ে যাওয়ায় একটি পর্যটন বাসের কমপক্ষে ৩২ আরোহী নিহত এবং ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদেরকে ইতিমধ্যেই ওসমানাবাদ এবং সোলাপুরের বেসামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

জানা যায়, পুণ্যার্থীদের বহনকারী সিদ্ধিরগামী বাসটি মহারাষ্ট্রের সোলাপুর নামক স্থানে সরু ও ঢালু রাস্তা বেয়ে নামার সময় দুর্ঘটনার শিকার হয়।

পুলিশ জানায়, তীর্থযাত্রা শেষে পুণ্যার্থীরা হায়াদারাবাদ থেকে আহমেদাবাদ জেলার সিরদি সায়েদাবাদ মন্দিরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে মহারাষ্ট্রের সোলাপুর নামক স্থানে একটি সরু রাস্তা অতিক্রম করার সময় পুণ্যার্থীদের বহনকারী বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের তথ্য ও জনযোগাযোগ কমিশনার আরভি চন্দ্রবদন জানান, ইতিমধ্যে দুর্ঘটনা কবলিতদের সাহায্যার্থে মহারাষ্ট্র কর্তৃপক্ষের সাথে যোগ দিতে রওনা হয়ে গেছে অন্ধ্র প্রদেশের একটি মেডিকেল টিম।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।