ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় আদালতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
যৌন নির্যাতন মামলায় আদালতে ট্রাম্প ছবি: সংগৃহীত

কেবলই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ে প্রথম জয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের একটি আদালতে হাজির হতে হয়েছে।

লেখক ই জিন ক্যারলের মানহানির মামলায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি আদালতে হাজির হন।  

অভিযোগ রয়েছে, ওই লেখিকাকে ৯০ দশকে যৌন হেনস্তা করেন ট্রাম্প।

ক্যারলের আইনজীবী আদালতকে বলেন, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ওই লেখিকার  জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। ২০১৯ সালে ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই লেখিকাকে ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প আক্রমণ করেছিলেন।

ট্রাম্প অবশ্য ক্যারলের আইনজীবী বিবৃতি দেওয়ার আগে আদালত ছাড়েন।

মিসেস ক্যারল নিউইয়র্কের একজন কলামিস্ট, মানহানির জন্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। এখন বিচারকরা বিবেচনা করবেন মিসেস ক্যারলকে কত ক্ষতিপূরণ দিতে হবে ট্রাম্পের। নাকি ৭৭ বছর বয়সী এ নেতার বিরুদ্ধে ওই লেখিকা বানোয়াট অভিযোগ করেছেন। ট্রাম্প এরই মধ্যে মিসেস ক্যারলের বিরুদ্ধে একটি মানহানির মামলা হেরেছেন।

গত বছরের মে মাসে একটি আদালত মানহানির মামলায় ট্রাম্পকে ৫ মিলিয়ন ডলার দেওয়ার আদেশ দেন।

ট্রাম্প বলেছেন তিনি মিসেস ক্যারলকে চিনতেন না এবং তিনি তার স্মৃতিকথা বিক্রি করার জন্য এ গল্প বানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।