ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২৬, ২০২৪
দিল্লিতে শিশু হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে,  রাত সাড়ে ১১টার দিকে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে আগুনের বিষয়ে একটি কল পেয়েছিল তারা।

খবর পেয়ে তাদের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

কর্মকর্তারা জানান, ভবনের প্রথম তলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা গেছে।  পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, শিশু হাসপাতালে আগুনের ঘটনা মর্মান্তিক ও হৃদয় বিদারক।

তিনি এক্স-এ পোস্ট করে বলেছেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং যারাই এ অবহেলার জন্য দায়ী তাদের রেহাই দেওয়া হবে না।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেছেন, তারা রাত ২টা ৩৫ মিনিটে আগুনের খবর পান এবং সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মোট ১৩ জনকে উদ্ধার করা হলেও তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে শনিবার গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ ২৭ জন মারা যায়।

সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, অনেকের মরদেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।