যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মেডিকেল পরিবহন প্লেন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। এতে বিমানে থাকা চারজন আরোহীর সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) রাতে চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।
নাভাজো পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগী নিতে যাচ্ছিল। তবে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ‘বিচক্রাফ্ট ৩০০’ মডেলের ডুয়াল-প্রোপেলার এয়ারক্রাফট। এটি সিএসআই অ্যাভিয়েশন নামের একটি সংস্থার মালিকানাধীন। কোম্পানিটির প্রধান কার্যালয় নিউ মেক্সিকোর আলবুকার্কে।
নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শেরেন সান্দোভাল বলেন, বিমানটির ক্রুরা চিনলে শহরের ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন সংকটাপন্ন রোগী নিতে যাচ্ছিল। এরপর রোগীসহ আলবুকার্কে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে রোগীর অবস্থান বা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আরেকটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হন।
এসআইএস