ওবারহাউসেন: জার্মানিতে বিশ্বকাপ ফুটবলে সঠিক ভবিষ্যৎবাণী করা অক্টোপাস পলের উত্তসূরীর আত্মপ্রকাশ ঘটেছে।
২৬ অক্টোবর মৃত্যু হওয়া পলের সম্মানে নতুন এই অক্টোপাসেরও নাম রাখা হয়েছে পল।
তবে এই পল তার পূর্বসূরীর তুলনায় অনেক লাজুক। কেননা টিভি ক্যামেরায় তার ছবি ধারণের সময় অক্টোপাসটিকে ট্যাঙ্কের একপাশের দেয়ালে সেঁটে থাকতে দেখা যায়।
পশ্চিম জার্মানির ওবারহাউসেনের অ্যাকুরিয়ামে সারা বিশ্বের অতি উৎসাহী গুটি কয়েক ফটোগ্রাফারদের ঢোকার অনুমতি দেওয়া হয়।
অ্যাকুরিয়ামের দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মন্টপেলিয়ের শহর থেকে অক্টোপাসটিকে নিয়ে আসি। ’
এদিকে খুঁজে পাওয়া নতুন অক্টোপাস দ্বিতীয় পল তার পূর্বসূরীর মত ভবিষ্যাৎদ্বাণী করে দুনিয়া মাতাবে বলে জার্মান অ্যাকুরিয়ামের কর্তৃপক্ষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তবে অ্যাকুরিয়ামের মুখপাত্র তানজা মুনজিগ এক বিবৃতিতে বলেন, ‘পল তার পূর্বসূরীকে অনুসরণ করবে না নিজের মতই সাধারণ থাকবে, তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছেনা। ’
ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন খেলার ফলাফল আগেভাগেই বলে দিয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দেয় জার্মানির অক্টোপাস প্রথম পল।
বাংলাদেশ স্থানীয় সময়: ১0৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০