পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বাস থামিয়ে যাত্রীদের অপহরণের পর হত্যা করেছে বন্দুকধারীরা। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বাস থেকে এই যাত্রীদের নামিয়ে নেওয়া হয় বলে শুক্রবার নিশ্চিত করেন প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ। খবর আল জাজিরার।
বাস দুটি বেলুচিস্তান থেকে পাঞ্জাব প্রদেশের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, পাঞ্জাবি জাতিগোষ্ঠীর হওয়ার কারণে যাত্রীদের টার্গেট করা হয়েছে।
আরেক সরকারি কর্মকর্তা নাভিদ আলম জানান, রাতেই পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। প্রধানমন্ত্রী বলেন, নিরপরাধ মানুষদের রক্ত বৃথা যাবে না। এ ধরনের হত্যাকাণ্ড ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়।
তবে ভারতের পক্ষ থেকে এ বক্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের দায়ও এখনো কেউ স্বীকার করেনি।
এর আগেও এমন বহু ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএর বিরুদ্ধে। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন পূর্বাঞ্চলীয় পাঞ্জাব থেকে আসা মানুষদের শনাক্ত করে হত্যা করে আসছে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ-সমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে বিএলএসহ একাধিক গোষ্ঠী। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের সম্পদ লুট করে পাঞ্জাব প্রদেশের উন্নয়নে ব্যয় করছে।
আরএইচ