ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোমে শিশু হাসপাতালে আগুন, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

রোম: ইউরোপের রোমের অন্যতম বিখ্যাত বাম্বিন গেসু শিশু হাসপাতালের নিবির পর্যবেক্ষন কক্ষে শুক্রবার আগুন লেগে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।



তীব্র ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হওয়ায় ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুদের বের করে আনতে উদ্ধারকর্মীদের সহায়তা করতে গিয়ে কয়েকজন চিকিৎসকও আহত হয়েছে।

আগুন নেভানোর কাজে ১৫টি অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

এরআগে রোমের মেয়র গিয়ানি আলেমানো জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।