নয়াদিল্লি: ভারতে সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার সকালে মুম্বাইয়ের স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। এখানে তিনি স্ত্রী মিশেলকে নিয়ে শিক্ষার্থীদের মারাঠি নাচ ও দীপাবলি উৎসব উপভোগ করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে হোলি নেইম স্কুলের শিক্ষার্থীরা।
সকালে ভারতের ঐতিহ্যবাহী আরতি দিয়ে শিক্ষার্থীরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে অভ্যর্থনা জানান। এসময় প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপনের শুভ সূচনা করেন ওবামা।
উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা তাদের সঙ্গে করমর্দন করে এবং ছবি তুলে এ বিশেষ মুহূর্তটি উদযাপন করেন।
বর্তমানে ওবামা সেন্ট জেভিয়ার কলেজে অবস্থান করছেন। এখানে তিনি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে রাজস্থানের আজমিরের কাছের কানপুরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে প্রথম যোগাযোগ করেন।
ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান স্যাম পিত্রোদা প্রথমে সংক্ষেপে তাদের পরিচয় দেন। পরে ব্রডব্যান্ডের সুবিধা নিয়ে ওবামা গ্রামবাসীর সঙ্গে আলাপ করেন।
এসময় প্রযুক্তির উন্নয়নের প্রশংসা করেন ওবামা। পরে তিনি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মুম্বাইয়ে ব্যস্ত সকাল কাটানোর পর রোববার বিকালে দুইদিনের সফরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন ওবামা।
দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে অভ্যর্থনা জানাবেন। ওবামার দিল্লি আগমন উপলক্ষ্যে শহরটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
একইসঙ্গে ওবামার আইটিসি মাওরিয়া হোটেল অবস্থান উপলক্ষ্যে হোটেলের ভিতর ও চারপাশে প্রায় ২ হাজার পুলিশ ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০